॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুরে চাঞ্চল্যকর হাজেরা বেগম(৪৮) নামে এক নারীকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করায় ঢাকা রেঞ্জ ডিআইজি কর্তৃক পুরস্কার স্বরূপ নগদ অর্থ ও সনদপত্র পেয়েছেন রাজবাড়ী ডিবির পরিদর্শক কামাল হোসেন ভূইয়া।
গত ২১শে অক্টোবর ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,পিপিএম তার কার্যালয়ে আয়োজিত সভা শেষে রাজবাড়ী ডিবির পরিদর্শক কামাল হোসেন ভূইয়া হাতে এ সনদপত্র তুলে দেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামান ও রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও একই সফলতার জন্য পৃথকভাবে মোঃ কামাল হোসেন ভূইয়াকে ক্রেস্ট প্রদান করেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
উল্লেখ্য, মাত্র ১৫দিনের ব্যবধানে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর, আলীপুর ও বানীবহে শিশুসহ ৪নারীকে গলাকেটে হত্যা করা হয়। এই হত্যাকান্ডগুলো মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরপর ৪টি হত্যাকান্ডের ঘটনায় নেড়েচেড়ে বসে পুলিশ। এসব হত্যাকান্ডের মধ্যে আলীপুর ইউনিয়নের বারবাকপুরের চাঞ্চল্যকর শ্বাশুড়ী হাজেরা বেগম হত্যা মামলার তদন্তভার নেন ডিবির ওসি কামাল হোসেন ভূইয়া। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করাসহ আসামীদের গ্রেফতার করেন। এছাড়াও অন্য ৩টি হত্যা মামলারও রহস্য উদঘাটন হয়।