॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা গতকাল ১৮ই অক্টোবর রাতে পাংশা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
তিনি সন্ধ্যারাত ৭টার দিকে প্রথমে পৌর শহরের নারায়নপুরের ভাই ভাই সংঘ পূজামন্ডপ তারপর পর্যায়ক্রমে পার নারায়নপুরসহ পৌরসভা ও বিভিন্ন ইউপির এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন।
ভাই ভাই সংঘ পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন। ভাই ভাই সংঘ পূজা মন্দিরের সভাপতি ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা বলেন, শারদীয় দুর্গোৎসবে হিন্দু-মুসলিম বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে উৎসবের আনন্দ ভাগাভাগী করে নিয়েছে। এতেই প্রমাণিত হয় ধর্ম যার যার-উৎসব সবার।
তিনি বলেন, একটি পরিবারের ভাইয়ে ভাইয়ে যেমন মতবিরোধ হয় আবার মতঐক্যেরও সৃষ্টি হয়। অসুর প্রবৃত্তি দূর করে আমাদের সমাজ উন্নয়নে সর্বপরি দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। সকলকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
মতবিনিময় সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট দীনা খন্দকার, নাট্যালোকের নেতৃবৃন্দ, পাংশা পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।