রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

  • আপডেট সময় বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা গতকাল ১৬ই অক্টোবর বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর আলোকদিয়ার বৃহৎ দুর্গাপূজাটিসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, পরিদর্শক(তদন্ত) মোঃ ওবায়দুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রাম গোপাল চট্টপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশানের সভাপতি রঘুনন্দন সিকদারসহ সংশ্লিষ্ট দুর্গাপূজাগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জামালপুর আলোকদিয়ার বৃহৎ দুর্গাপূজা মন্ডপে পৌঁছালে ওই পূজা কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস তাকে স্বাগত জানান। পুলিশ সুপার পূজার ৮টি ইউনিট ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সাথে কথা বলেন।
এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, জেলার মধ্যে এটি সর্ববৃহৎ আয়োজন। এই আয়োজন আমাদের সকলের। আমরা সনাতন ধর্মালম্বীদের সাথে পূজায় উৎসব করবো। তাদের ধর্ম পালনে যেন কোন বাঁধা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে পুলিশ সহায়তা করবে। এখানে বিভিন্ন ধর্মের দর্শনার্থীরা এসেছে, যা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বহিঃপ্রকাশ। এ ছাড়াও পুলিশ সুপার গোবিন্দপুর রাধানাথ অঙ্গনের রামগোপাল চট্টপাধ্যায়ের বাড়ীর মন্দির এবং বালিয়াকান্দি সদরের কেন্দ্রীয় মহাশ্বশান মন্দিরের দুর্গাপূজাসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!