॥শিহাবুর রহমান॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাঝে মধ্যে চলছে মা ইলিশ নিধন। নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই মা ইলিশ রক্ষার্থে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও গতকাল ১৪ই অক্টোবর বিকেলে পদ্মা নদীর কয়েকটি স্থানে ইলিশ নিধনের খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গতকাল রবিবার বিকেল ৪টায় রাজবাড়ী শহরের গোদার বাজার ঘাট থেকে স্পিডবোটযোগে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে পদ্মা নদীর কালুখালী উপজেলা সীমানাবর্তী এলাকা পর্যন্ত অভিযান চলে। অভিযানকালে কালুখালীর পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ৯জন জেলেকে আটক করাসহ প্রায় ৩৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক জেলেদের গোদার বাজার ঘাটে নিয়ে আসা হয়। সেখানে ৯জনকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ মোঃ সজীব ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেক জেলেকে ২০দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।
এছাড়াও উদ্ধারকৃত কারেন্ট জাল জেলা প্রশাসক মোঃ শওকত আলীর উপস্থিতিতে গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছগুলো একটি এতিমখানা ও একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাইদসহ কয়েকজন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশ নেয়।