॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় খাদ্য অধিদপ্তরের আওতায় খাদ্যবান্ধব কর্মসূচীতে ১০টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল ক্রয়ের সুবিধা পাচ্ছে হতদরিদ্র ১৭হাজার ১০টি পরিবার।
উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩জন ডিলারের মাধ্যমে সুবিধাভোগিরা খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল ক্রয় করছে। গতকাল ৭ই অক্টোবর উপজেলার মাছপাড়া, বাবুপাড়া, হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির ডিলাররা তাদের দোকানে তালিকাভুক্ত সুবিধাভোগিদের মাঝে ১০টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রি করে।
জানা যায়, গতকাল রবিবার সকালে মাছপাড়া বাজারে ডিলার খন্দকার দিদারের দোকানে চলতি মাসের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। এ সময় খাদ্য পরিদর্শক শ্যাম সুন্দর সাহা, ইউপি মেম্বার সনৎ কুমার মিত্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, ইউপি সচিব সুকদেব গোস্বামী, ব্যবসায়ী জহিরুল হক খাজা, দীলিপসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। হাবাসপুর বাজারে ডিলার চায়না রানী বিশ্বাসের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের সময় হাবাসপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ফারুক আহম্মেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া ও বাবুপাড়া ইউপিতে রবি ও সোমবার এবং মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপিতে বুধ ও বৃহস্পতিবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে খাদ্য পরিদর্শক শ্যাম সুন্দর সাহা বলেন, শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রয়ের মাধ্যমে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। পাংশা উপজেলায় ১০টি ইউনিয়নে ৩৩জন ডিলারের মাধ্যমে হতদরিদ্র ১৭হাজার ১০টি পরিবার এ সুবিধা ভোগ করছে। নভেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচী চলবে বলে জানান তিনি।