॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে মদ ও জুয়ার সরঞ্জামসহ ৩৪জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত ৪ঠা অক্টোবর দিনগত গভীর রাতে পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ পাবনা জেলার হরিরামপুর থানার আন্দারমানিক গ্রামের মৃত নজীব উদ্দিনের ছেলে রশিদ(২২), আমিনপুর থানার কাশিনাথপুর গ্রামের শফিউর রহামনের ছেলে শাকিল(২৪), সাথিয়া উপজেলার চিধরপুরা গ্রামের আজিজের ছেলে সালাম(২৮), ঢাকা জেলার ধামরাই থানার স্টার গ্রামের নাছির প্যাদার ছেলে সুমন(২৪), মানিকগঞ্জ সদর থানার তুত্তরকেষ্টি গ্রামের কমির মোল্লার ছেলে আল আমিন(২২), সিংগাইর থানার লক্ষ্মীপুর গ্রামের হান্নান মোল্লার ছেলে আলমগীর হোসেন মিন্টু(২৮), একই থানার বড় কাকা গ্রামের আলী হোসেনের ছেলে ইউনুছ(২৩), বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুস সালামের ছেলে মহসীন(২৯), আকল উদ্দিনের ছেলে আওলাদ হোসেন(২২), খাসিরচর গ্রামের সাবান মন্ডলের ছেলে শুকুর আলী(৪৫), ভাটিরচর গ্রামের বিনোদ কাজীর ছেলে জবেদ আলী(৩০), রাজনগর গ্রামের রুস্তম খাঁর ছেলে সেলিম খাঁ(২৫), পাবনা জেলার সুজানগর থানার গোকুলপর গ্রামের গফুর মিয়ার ছেলে নয়ন(২৬), চাঁদ আলীর ছেলে বাবু(৩৮), সাটুরিয়া থানার কান্দারপাড়া গ্রামের কামাল মন্ডলের ছেলে সুজন(২৩), একই গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন(২৬), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার গাংগোর গ্রামের মেহের আলীর ছেলে সজীব হাসান(২৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার শেখ ফজলুর ছেলে শেখ সেলিম(২০), কোতয়ালী থানার দেওড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র অধিকারীর ছেলে মৃদুল অধিকারী(২৮), একই থানার গোলজার মন্ডল ডাঙ্গী গ্রামের কুব্বাত শেখের ছেলে দেলোয়ার(৪৫), ভোলা জেলার বোরহান উদ্দিন থানার লক্ষ্মীপুর গ্রমের রতন মিয়ার ছেলে খোকন(৩২), রাজবাড়ী শহরের ভবাণীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন(৩৭), বিনোদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে বাবু(২২), গোয়ালন্দ উপজেলার সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা(৩০), রংপুর জেলার গোবিন্দগঞ্জ থানার কুনতায়ির গ্রামের আজাহার আলীর ছেলে ফারুক(২৫) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে সোহাগ মিয়া(৩৮)। এছাড়াও মদ পান করে প্রকাশ্যে মাতালামি করার দায়ে দুই নারীসহ আরো ৪জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২লিটার দেশী মদ, ৫ক্যান বিয়ার, ১টি জুয়া খলার চড়কা, খড়গুটি ও নগদ ২৬হাজার ৭৮২টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে গোয়ালন্দ ঘাট থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৫ই অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, পুলিশ সুপার আসমা মিলি,বিপিএম-সেবা’র নেতৃত্বে দৌলতদিয়া পতিতাপল্লীর প্রধান গলির একটি জুয়ার আসর ও মদের আড্ডাখানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, রাজবাড়ীকে মাদকমুক্ত করার জন্য দৌলতদিয়া পতিতালয় একটি বড় চ্যালঞ্জ। দেশের বিভিন্ন এলাকার মাদকসেবীরা সেখানে যাতায়াত করে। সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই পুলিশ কাজ করে যাচ্ছে। দৌলতদিয়া পতিতালয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে থেকে কাজ করে যাবে।
উল্লেখ্য, দৌলতদিয়া পতিতালয়ের অভ্যন্তরে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ ওয়ান টেন, চড়কা, খড়গুটি নামক জুয়ার আসর পরিচালনা করে আসছে। পুলিশের অভিযানে জুয়ারীরা গ্রেফতার হলেও জুয়ার আসর পরিচালনাকারী স্থানীয় চক্রের কোন হোতা গ্রেফতার হয়নি।
সচেতন মহল জুয়ার আসর পরিচালনাকারী স্থানীয় চক্রের হোতাদের এবং মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।