রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

॥কবির হোসেন॥ রাজবাড়ী পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ‘মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল ৩১শে জানুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এএফএম শাহজাহান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আঃ মতিন মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ ছমির উদ্দিন এবং রাজবাড়ী পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, রাজবাড়ীতে এই প্রথম মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। এটা যেন প্রতি বছরই আয়োজন করা হয়।
তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দেন এবং ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান। তিনি সকলকে খেলাধুলায় অংশগ্রহণ ও সহযোগিতার আহবান জানান। উদ্বোধনী খেলায় রাজবাড়ী পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের ২টি দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রতিটি খেলাই টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে দলগুলো ৩টি গ্রুপে বিভক্ত হয়ে(৬,৭ ও ৩ নং ওয়ার্ড নিয়ে ‘এ’ গ্রুপ; ১, ৫ ও ৯ নং ওয়ার্ড নিয়ে ‘বি’ গ্রুপ এবং ৪, ৮ ও ২ নং ওয়ার্ড নিয়ে ‘সি’গ্রুপ) পরস্পরের মোকাবেলা করবে। পরবর্তীতে ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষ দল ২টির মধ্যে ১ম এবং ‘সি’ গ্রুপ ও রান রেটের ভিত্তিতে ‘ডি’ গ্রুপের শীর্ষ ২টি দলের মধ্যে ২য় সেমিফাইনালের পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!