॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও গোলাম মওলাসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ই সেপ্টেম্বর টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শুরু হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী খেলার উদ্বোধন করবেন। জেলা পর্যায়ের খেলায় ৫টি উপজেলা ও রাজবাড়ী পৌরসভাসহ মোট ৬টি দল অংশগ্রহণ করবে।
প্রথম রাউন্ডে লটারী অনুযায়ী রাজবাড়ী পৌরসভা ও বালিয়াকান্দি উপজেলা দলকে ওয়াকওভার দেওয়া হয়েছে। বাকী ৪টি দলের মধ্যে ১৬ তারিখে উদ্বোধনী দিনে বিকাল সাড়ে ৩টায় কালুখালী উপজেলা রাজবাড়ী সদর উপজেলার এবং ১৭ই সেপ্টেম্বর একই সময়ে পাংশা উপজেলা গোয়ালন্দ উপজেলা দলের মুখোমুখি হবে। ওই ২টি খেলায় বিজয়ী দলগুলো ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী পৌরসভা ও বালিয়াকান্দি উপজেলা দলের সঙ্গে সেমিফাইনালে খেলবে। আগামী ২০শে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জেলা পর্যায়ের খেলা সমাপ্ত হবে।