॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৭ই সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালী, পথসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে পথসভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, এনজিও ব্র্যাকের জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিন, পল্লীবন্ধু সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়া মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তাগণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষার হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যের শেষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।