॥দেবাশীষ বিশ্বাস॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত ১৫ই আগস্ট বিকালে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে শোক র্যালীটি বের হয়ে জামালপুর-মধুখালী সড়ক ও জামালপুর বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মাসুম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শয়ন আহম্মেদ সাজিদুল, মুরাদ বিশ্বাস প্রমুখ। জামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শোক র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।