॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা অটো রিক্সা ও অটো টেম্পু চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ আইয়ুব খান। গতকাল ১৬ই আগস্ট বিকালে দুই শতাধিক চালকের সঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক রবিউল আলম মিনু কাছে মনোনয়নপত্র জমা দেন সাবেক সভাপতি আইয়ুব খান।
এ সময় আব্দুল্লাহ শেখ ও আব্দুর রাজ্জাক ব্যাপারী পাঁচ উপজেলার সাবেক কার্যকরী নেতাসহ জেলার গুরুত্বপুর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক রবিউল আলম মিনু জানান, আগামী ৭ই সেপ্টেম্বর রেলওয়ে হোসনাবাদ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১৬ই আগস্ট পর্যন্ত এ নির্বাচনে ৩০জন প্রার্থী তাদের স্ব-স্ব পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।