॥স্টাফ রিপোর্টার॥ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৫ই আগস্ট বাদ আসর পুলিশ লাইন্সের ড্রিলশেডে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। অন্ষ্ঠুান উপস্থাপনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান।
এ সময় সদর থানার ওসি মোঃ তারিক কামাল ও ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনাকালে বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক ও ১৫ই আগস্টের নির্মম হত্যাকান্ডসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তব্য পর্বের শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত ও দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোবারক হোসেন।