শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই আগস্ট বিকাল ৩টায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম. সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফজলুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় অগ্রাধিকার ভিত্তিতে রাজবাড়ী জেলার অন্তর্গত ছোট বড় নদী/খাল পুনঃখনন কাজের ডিপিপি প্রণয়নের লক্ষ্যে ভরাট হয়ে যাওয়া বিভিন্ন খাল ও নদী পুনঃখননের বিষয়সহ ওই সকল নদী বা খালে সেচ সুবিধা, যোগাযোগ ও মৎস্য চাষের সম্ভাব্যতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় রাজবাড়ী পৌরসভার পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে অতীতে যে সকল খাল দিয়ে পানি নিষ্কাষণ হতো সেই সকল খাল পুনরায় খনন করার জন্য ডিপিপি প্রণয়নে পানি উন্নয়ন বোর্ডকে আহ্বান জানানো হয়।
সভায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার পদ্মার তীরবর্তী বিভিন্ন এলাকা ও দৌলতদিয়া ঘাটসহ আশেপাশের এলাকার ভাঙ্গন প্রতিরোধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়। এছাড়াও সভায় বালুমহাল ইজারা সংক্রান্ত বিভিন্ন বিষয়, মৎস্য চাষ, সেচ সুবিধা, খননকালে নদী বা খালগুলোর উপর এলজিইডির যে সমস্ত ব্রীজ বা কালভার্ট আছে সেগুলো রক্ষা করা, শহর রক্ষা বাঁধের নতুন সংস্কারের বিভিন্ন বিষয়, আসন্ন ঈদে দৌলতদিয়া ঘাটে ২১টি ফেরী দিয়ে যানবাহন পারাপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপজেলা পর্যায়ে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এই সভার শেষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!