শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ট্রাফিক সপ্তাহ-২০১৮॥রাজবাড়ী জেলায় ৫দিনে যানবাহন ও চালকদের বিরুদ্ধে ১৩৮৯টি মামলা

  • আপডেট সময় শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলায় পুলিশ সুপার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ-ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানের ৫ম দিনে গতকাল ৯ই আগস্ট রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলাম জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি বাস ও ৮জন চালক, ৫৮টি পিকআপ ও ৩৭জন চালক, ৬টি প্রাইভেটকার, ২টি মাহেন্দ্র ও ৩জন চালক, ৪৯টি মোটর সাইকেল ও ১৬০জন চালকসহ ৩টি থ্রি-হুইলার গাড়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশন না থাকায় ৭টি মোটর সাইকেল আটক করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশ গত ৫দিনে বিভিন্ন ধরনের যানবাহন ও চালকের বিরুদ্ধে ১হাজার ৩৮৯টি মামলা দায়ের করেছে।

অপরদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দেশের অনেক স্থানের ন্যায় বালিয়াকান্দিতে পুলিশের সাথে গাড়ীর কাগজপত্র চেক করছে স্কাউটসের সদস্যরা। গতকাল ৯ই আগস্ট সকালে বালিয়াকান্দির বিভিন্ন এলাকার চেকপোস্টে স্কাউটসের ছাত্র-ছাত্রীরা ট্রাফিক পুলিশকে সহযোগিতা ও জনসচেতনতামূলক প্রচারণা চালায়।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!