শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ট্রাফিক সপ্তাহের দুই দিনে রাজবাড়ীতে ২শতাধিক যানবাহনের বিরুদ্ধে পুলিশের মামলা॥১৪টি আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

॥মাহ্ফুজুর রহমান॥ চলমান ট্রাফিক সপ্তাহের প্রথম দুই দিনে রাজবাড়ীতে ২শতাধিক মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দেয়াসহ ১৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানায়, রাজবাড়ী শহরের বড়পুল মোড়, পৌরসভার সামনে, কোর্ট পয়েন্ট, রেলগেট ও দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্টরা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করাসহ ত্রুটিপূর্ণ যানবাহন ও লাইসেন্স বিহীন চালককে মোটরযান আইনের আওতায় আনছেন।
বড়পুল এলাকায় দায়িত্বপালনরত সার্জেন্ট শামীম হোসেন ও শাহনেওয়াজ জানান, সড়কে চলাচলরত মোটর সাইকেল ও ছোট-বড় যানবাহনগুলো যাতে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলতে না পারে সে জন্য আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল জানান, গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার বিকাল নাগাদ ২শতাধিক মোটর সাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেয়াসহ ১৪টি মোটর সাইকেল আটক করা হয়েছে। আগামী ১১ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা জানান, এখন থেকে সড়কে যাতে কোন ফিটনেস বিহীন বা কাগজপত্র বিহীন গাড়ী এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক গাড়ী চালাতে না পারে সে জন্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
উল্লেখ্য, আঞ্চলিক মহাসড়ক ও জাতীয় মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকলেও জাতীয় মহাসড়কে নছিমন ও ব্যাটারী চালিত ইজিবাইক চলাচল বন্ধ হয়নি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতন মহল মহাসড়কে নছিমন, করিমন ও ভটভটি ব্যাটারী চালিত ইজিবাইক চলাচল বন্ধ করাসহ সড়কে চলাচলকারী সকল ধরণের যানবাহন চালকের লাইসেন্স পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!