স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ৬ই আগস্ট থেকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শুরু হয়েছে ৭দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে -মাতৃকণ্ঠ।