॥মাহফুজুর রহমান॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২রা আগস্ট বিকালে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাতলাগাড়ী বাজারস্থ কুমার নদীর উপর ৬০মিটার দৈর্ঘ্যরে ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ৩ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ৯৭১ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ তত্ত্বাবধান এবং ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিটন ট্রেডার্স নির্মাণ সম্পাদন করছে।
ব্রীজের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম।
সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী সাহিদুজ্জামান রুমির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল মান্নান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু ও নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাতলাগাড়ী বাজারস্থ কুমার নদীর উপর ৬০মিটার দৈর্ঘ্যরে ব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন হওয়ায় এলাকাবাসী প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।