বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

হিজড়াদের সমাজের মূল ধারায় আনা গেলে দেশে অর্থনৈতিক উন্নতি ঘটবে —- রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা আজ ৩১শে জুলাই সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মাধব লক্ষীকোল গ্রামে হিজড়াদের গো-খামারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তারিক কামাল, স্বপ্ন হিজড়া উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দুর্গা, লিঁয়াজো এসোসিয়েট বিন্দু, সদস্য অপু, সোহানা ও শিউলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, হিজড়াদের সমাজের স্বাভাবিক স্রোতধারায় আনতে পুলিশের ডিআইজি মোঃ হাবিবুর রহমানের উদ্যোগে রাজবাড়ী জেলা পুলিশ এই গো-খামারটি করে দিচ্ছে। সমাজে তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো অবহেলিত এবং মানবিক বিষয়গুলো থেকে বঞ্চিত। এদেরকে সমাজের মূল ধারায় আনা গেলে দেশে অর্থনৈতিক উন্নতি ঘটবে। এরা একটিমাত্র শারীরিক অক্ষমতা ব্যতীত সমাজের সব কাজই করতে পারে এবং কাজ করার সামর্থ রয়েছে। পুলিশের সীমিত সাধ্যের মধ্যেও তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের এই প্রয়াস।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আছাদুজ্জামান।
উল্লেখ্য, স্বপ্ন হিজড়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি চৈতির মাধব লক্ষ্মীকোলের গ্রামের বাড়ীতে জেলা পুলিশের পক্ষ থেকে এই গো-খামারটি করে দেয়া হচ্ছে। এখানে পুলিশের অর্থে খামারের শেড নির্মাণ করে দেয়াসহ ৪টি গরু কিনে দেয়া হবে। সংগঠনের সদস্যরা এর সুবিধা ভোগ করবেন। জেলা পুলিশের এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!