বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দ হাসপাতালের চিকিৎসক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রতিমন্ত্রীর আশ্বাস

  • আপডেট সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির ১৫তম সাধারন সভা গতকাল ২৯শে জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সিভিল সার্জন আব্দুর রহিম বক্স।
সভায় চিকিৎসক সংকটসহ হাসপাতালের সেবার মান নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কমল কুমার সাহা, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা গোলাম মোর্তুজা হেলাল, ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন মোল্যা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল ও ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাহিদা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, চিকিৎসা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী তার বক্তব্যে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থান হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। এখানে প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। এছাড়া এ উপজেলা নদী ভাঙন কবলিত দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসার স্থল গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গুরুত্ব বিবেচনা করে এ হাসপাতালের চিকিৎসক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য আমি দুই-এক দিনের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাক্ষাত করব। আশাকরি দ্রুত সময়ের মধ্যে এখানকার বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!