॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ২৭শে জুলাই বিকালে ও সন্ধ্যায় রাজবাড়ী শহর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক ২টি জানাযা শেষে রাতে রাষ্ট্রীয় মর্যাদায় রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ কেরামত আলী(৭০) এর দাফন সম্পন্ন হয়েছে। এরআগে সকালে তার লাশ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসে।
বিকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে প্রথম জানাযাতে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
পরে সন্ধ্যায় গোয়ালন্দের শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে ২য় জানাযার নামাজের পূর্বে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসর মোঃ আবু নাসার উদ্দিন, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লা এবং মরহুমের ভাতিজা জিয়াউল হক বাবু। এরপর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করে।
উল্লেখ্য, প্রফেসর মোঃ কেরামত আলী গত ২৩শে জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসর শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৫টা ৫০মিনিটে ইন্তেকাল করেন।