॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে গতকাল ২৪শে জুলাই বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ‘পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং’ এর ব্যানারে সচেতনতামূলক র্যালী, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া রেস্ট হাউজ চত্বর থেকে র্যালীটি বের হয়ে ঘাট এলাকাসহ ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। লিফলেটে জীবনের ঝুঁকি নিয়ে মোটর সাইকেলে ৩জন না ওঠা, চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, চালক-আরোহী উভয়েরই হেলমেট ব্যবহার, বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ী না চালানো এবং রাস্তার উপর যত্রতত্র পার্কিং না করাসহ ২৫টি আহ্বান জানানো হয়।
র্যালী শেষে দৌলতদিয়া রেস্ট হাউজ চত্বরে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে র্যালীতে অংশগ্রহণ করেন এবং মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা। সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, ট্রাফিক পুলিশের সিনিয়র পরিদর্শক আবুল হোসেন, পরিদর্শক মৃদুল রঞ্জন দাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।