॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের আয়োজনে গতকাল ৬ই জুলাই বাদ জুম্মা জঙ্গীবাদ-সন্ত্রাস-মাদক বিরোধী বিশেষ আলোচনা সভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ শামছুর রহমান। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকী। ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত আলোচনা ও সভা সঞ্চালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মনির হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ শামছুর রহমান।
আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিমুল হক আজিম।
বক্তাগণ জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিষয়ে ধর্মীয় আদেশ-নিষেধ তুলে ধরে এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। বিপুল সংখ্যক মুসল্লী ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন। ওয়াজ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।