॥স্টাফ রিপোর্টার॥ ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সজীব ফকিরকে মারপিটের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপি নেতা একেএম শফি উদ্দিন মিয়া কাশেম এবং তার ভাই-ভাতিজাসহ ১০জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।
সজীব ফকিরের শ্বশুর আফছার উদ্দিন শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-০৬, তাং-০৫/০৭/২০১৮ ইং, ধারা ঃ ১৪৩/৩৪১/১১৪/৩২৩/৩৭৯/৪২৭ দঃ বিঃ)। মামলায় একেএম শফি উদ্দিন মিয়া(কাশেম) ছাড়াও তার ভাই জাফর মিয়া ও আবুল মিয়া, আবুল মিয়ার ছেলে শামীম মিয়া, সুমন মিয়া ও সোহান মিয়া, জাফর মিয়ার ছেলে মেহেদী মিয়া, নিমতলার এটিএম তালেবের ছেলে সুজন মিয়া, গৌরিপুরের মৃত আকতার শেখের ছেলে আবজাল শেখ এবং মৃত মালেক শেখের ছেলে আজাদ শেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামী করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের মৃত ইছাহাক ফকিরের ছেলে সজীব ফকির আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের জনগণকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগায়। একেএম শফি উদ্দিন মিয়া কাশেম তাকে নির্বাচন না করাসহ ব্যানার-ফেস্টুন লাগাতে নিষেধ করে। সজীব ফকির তার কথা না শুনে ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালানোর কারণে কাশেম ক্ষুদ্ধ হয় এবং তাকে খুন-জখমসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করে। ইং ১৫/০৬/২০১৮ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সজীব ফকির বাড়ী থেকে বাজারে যাওয়ার সময় ধুলদী জয়পুর গ্রামের জনৈক দিদারের হ্যাচারীর নিকট পৌঁছালে কাশেমসহ অন্যান্য আসামীরা কিল-ঘুষি মেরে তাকে মারপিট করে এবং তার কাছে থাকা ৫৩হাজার টাকা কেড়ে নেয়। এছাড়াও তারা সজীব ফকিরের লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আরও আনুমানিক ১লক্ষ টাকার ক্ষতিসাধন করে।