॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী বাজারের ব্যবসায়ীদের সাথে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল ৩রা জুলাই বেলা সাড়ে ১১টায় বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে চেম্বার ভবনে মতবিনিময় করেন।
গত ২রা জুলাই রাজবাড়ী বাজারের ব্যবসায়ীদের সাথে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় বাজারের ব্যবসায়ী ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা, কাপড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন খান, আব্দুর রাজ্জক শেখ ও খন্দকার হিরু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অরুপ দত্ত হলি, মোঃ আকতার হোসেন ও আবুল হাসনাতসহ বাজার ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সভাপতি কাজী ইরাদত আলী বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর জেলা পর্যায়ের প্রতিনিধিত্ব করে জেলা চেম্বার অব কমার্স। যা জেলার সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যবসায়ীদের যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সেই বিষয়ে অবশ্যই জেলার শীর্ষ সংগঠন জেলা চেম্বার অব কমার্সের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলার ব্যবসায়ীদের যে কোন ধরনের সমস্যা সমাধানে জেলা চেম্বার অব কমার্স তাদের পাশে থেকে কাজ করবে।
তিনি বলেন রাজবাড়ী পৌরসভা কর্তৃক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে বা ব্যবসায়ীদের কোন রকম নোটিশ প্রদান না করে হঠাৎ করে গত ২রা জুলাই বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যে উচ্ছেদ অভিযান পরিচালনার চেষ্টা ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে সেটা সকল ব্যবসায়ীর জন্যই আপমানজনক। এই ঘটনার জন্য জেলা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রাজবাড়ীর ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে পারেন সেই লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে যে কোন সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি।
সভায় রাজবাড়ী বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পৌরসভা ও ভ্যাট কর্মকর্তাগণ বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদেরকে আর্থিক জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানী করছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ অভিযোগ, রাজবাড়ী বাজারে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সমস্যা, পাবলিক টয়লেট পরিস্কার না করা, জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা, রাস্তা মেরামত না করা, রাস্তায় বাতি না থাকা, গাড়ী ও মোটর সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। যার অধিকাংশই রাজবাড়ী পৌরসভার করার কথা। কিন্তু প্রকৃত অর্থে পৌরসভা সেই কাজগুলো করছে না বরং উল্টো তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী দ্বারা বাজার ব্যবসায়ীরা বিভিন্ন সময় অপমানিত হচ্ছে। যা দুঃখজনক হলেও সত্য। অথচ আজকে যা সমস্যা হয়ে দেখা দিয়েছে সেগুলো সদিচ্ছা থাকলে অনেক আগেই পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হতো।
ব্যবসায়ীদের এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী বলেন, জেলা প্রশাসকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগণকে নিয়ে সমন্বয় সভা করা হবে। যাতে ব্যবসায়ীরা এই ধরনের অভিযানে হয়রানীর শিকার না হন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে কিছুদিনের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনপূর্বক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২রা জুলাই বেলা ১১টার দিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বাজারে ঢুকে একটি শেড উচ্ছেদের চেষ্টা করে। ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে বাঁধা দিলে পৌরসভার কর্মচারীরা পুলিশকে খবর দেয়। এ সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে সেখানে উপস্থিত হন। পরে কাজী ইরাদত আলীর অনুরোধে ব্যবসায়ীরা তাদের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করেন। এ ঘটনার প্রেক্ষিতে গতকাল ৩রা জুলাই চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দ চেম্বার-অব কমার্স সভাপতির সাথে মতবিনিময় করে এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করেন।