শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর সুলতানপুর ইউপির সাবেক মেম্বার বুলেটসহ দুই নারী ফেনসিডিলসহ গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সদর থানার পুলিশ গতকাল ২৯শে জুন বেলা ৩টার দিকে সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে ২৯০ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সদর থানার ইন্সেপেক্টর(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে এস.আই মোঃ বদিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো ঃ সুলতানপুর গ্রামের মৃত আঃ আজিজ শেখের ছেলে ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য আমিরুল ইসলাম ওরফে বুলেট মেম্বার(৩৮), একই গ্রামের মহিউদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস বেগম(২৫) ও মৃত নিরঞ্জন বিশ্বাসের স্ত্রী শিখা রাণী (৫৫)।
রাজবাড়ী থানার এসআই বদিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শিখা রাণীর বাড়ীতে অভিযান চালিয়ে রান্না ঘরের লাকড়ির মধ্যে বস্তাবন্দী অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় শিখা রাণী ও বুলেট মেম্বারকে গ্রেফতার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক রাস্তার অপর পাশে অবস্থিত নার্গিস বেগমের বাড়ীর উঠানের মাটির নীচে লুকিয়ে রাখা আরো ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় এই কারবারের সাথে জড়িত নার্গিস বেগমের শাশুড়ী জোবেদা বেগম(৫৫) ও একই গ্রামের আরশাদ আলীর ছেলে কবির(৩০) পালিয়ে যেতে সক্ষম হয়।
ফেনসিডিল উদ্ধারের খবর পেয়ে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজবাড়ী থানায় যান এবং সাংবাদিকদের ব্রিফিং করেন।
ব্রিফিং-এ পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি চলমান মাদক বিরোধী অভিযান সফল করতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!