বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬০০ গ্রাম হেরোইনসহ ১জন বাসযাত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চরবাগমারা এলাকা থেকে গত ২৭শে জুন দুপুরে ৬০লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ বাসযাত্রী সান্টু হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
গ্রেফতারকৃত সান্টু হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাঁওতা কারিগরপাড়ার মৃত আব্দুল রহমানের ছেলে।
ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমাদের কাছে তথ্য ছিল ইউনাইটেড আখি তোহা নামক বাসে সান্টু হোসেন কুষ্টিয়া থেকে হেরোইনের একটি বড় চালান নিয়ে গোয়ালন্দ ঘাটের দিকে রওনা হবে। এ তথ্যের ভিত্তিতে গত ২৭শে জুন বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চরবাগমারা ব্যাপারী সুপার মার্কেটের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক মোঃ ফজলুল হক, উপ-পরিদর্শক মোঃ আতাউর রহমান খান, সিপাহী মোঃ লুৎফর রহমান, মোঃ আমিনুজ্জামান চৌধুরী, মোঃ আবু হান্নান, গাড়ী চালক আব্দুর রহিম ও অধিদপ্তরে নিয়োজিত দুইজন পুলিশ ফোর্স নিয়ে রেইডিং টিম গঠন করে গোপনে অবস্থান নেই। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি ঘটনাস্থলে আসলে পরিবহনটির গতিরোধ করা হয়। এ সময় দরজা দিয়ে সান্টু একটি কাপড়ের ব্যাগ হাতে করে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৬০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬০লক্ষ টাকা।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন বলেও জানান ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!