॥রঘুনন্দন সিকদার॥ আদালতের আদেশে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সদরের ১টি বাড়ীর দখল উচ্ছেদ করা হয়েছে।
গতকাল ২৬শে জুন বেলা ৩টার দিকে জেলা জজ আদালতের নাজির মাইন উদ্দিনের নেতৃত্বে বালিয়াকান্দি-মধুখালী সড়কের গ্রামীণ টাওয়ার সংলগ্ন ৩৩ শতাংশের বসত বাড়ীটি উচ্ছেদ করা হয়।
নাজির মাইন উদ্দিন জানান, সদর ইউনিয়নের বনগ্রামের আজিমুদ্দিন মাস্টার ১৯৯৮ সালে আরএস-৫৫০, ২৯২, ১২০৬ ও ১২০৭ এবং এসএ ৪৪৫, ১২০৭ ও ১২০৮ নং দাগের ৩৩ শতাংশ জমির উপর বিবাদী দলিল উদ্দিন গংদের বিরুদ্ধে অবৈধ দখলে থাকার অভিযোগ তুলে আদালতে মামলা করেন। রায় অনুকূলে পাওয়ার পর উচ্ছেদের মামলা করলে যুগ্ম-জেলা জজ ২য় আদালতের বিচারক মোঃ লুৎফর রহমান শিশির দখল উচ্ছেদের আদেশ দেন। এরপর ৩দফা নোটিশ প্রদান করা হলেও দখল না ছাড়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। উচ্ছেদ অভিযানকালে আদালত নিযুক্ত কমিশনার এডঃ গোলাম মোস্তফাসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।