॥প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী মৌজার অবৈধ দখলকৃত ৩০ শতাংশ সরকারী খাস জমি গতকাল ২৪শে জুন বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক উদ্ধার করেছেন।
সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক জানান, ইসলামপুর ইউনিয়নের বারাদী মৌজার বিএস ৩৪৬ নং দাগের খাস খতিয়ানভুক্ত ওই ৩০ শতাংশ সরকারী জমি দীর্ঘদিন ধরে বারাদী গ্রামের মৃত জুমারতের ছেলে হাবিবুর রহমান অবৈধভাবে ভোগ-দখল করে আসছিল। তিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদানের পর থেকে এ পর্যন্ত ২টি সরকারী পুকুরসহ প্রায় সোয়া কোটি টাকার খাস জমি উদ্বার করেছেন। খাস খতিয়ানভুক্ত জমির অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।