বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখায় বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকের সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮

॥চঞ্চল সরদার॥ অগ্রণী ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার ব্যবস্থাপক(সিনিয়র প্রিন্সিপাল অফিসার) নিখিল কুমার কুন্ডুকে বদলী জনিত বিদায় এবং নবাগত শাখা ব্যবস্থাপক বিষ্ণু চন্দ্র মন্ডলের সংবর্ধণা অনুষ্ঠান গতকাল ২৪জুন বিকেল ৫টায় ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার একেএম মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ব্যবস্থাপক(এসপিও) লিখিল কুমার কুন্ডু, নবাগত ব্যবস্থাপক(এসপিও) বিষ্ণু চন্দ্র মন্ডল, সিনিয়র অফিসার নিশিকান্ত বসু, অগ্রণী এসএমই শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, অফিসার আকতারুল ইসলাম লিটন, ব্যাংকের গ্রাহক ও চন্দনী ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মোঃ মালেক সিকদার, গ্রাহক লতিফ সরদার ও বাচ্চু মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অগ্রণী ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার রওশন আরা, প্রিন্সিপাল অফিসার শাহানাজ সুলতানাসহ ব্যাংকের অন্যান্য কর্মকতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে নবাগত ব্যবস্থাপক বিষ্ণু চন্দ্র মন্ডল বিদায়ী ব্যবস্থাপকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
বক্তাগণ বিদায়ী ব্যবস্থাপক লিখিল কুমার কুন্ডু সার্বিক সফলতা কামনা এবং গ্রাহকদের সেবা ও মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম আরো গতিশীল করতে নবাগত ব্যবস্থাপকের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকদ্বয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বক্তব্য পর্ব শেষে তাদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লে¬খ্য, বিদায়ী ব্যবস্থাপক লিখিল কুমার কুন্ডু গত ১০/৭/২০১৭ তারিখ থেকে গতকাল ২৪/০৬/২০১৮ তারিখ পর্যন্ত রাজবাড়ী শাখায় দায়িত্ব পালন করেন। তাকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে ফরিদপুর শাখায় বদলী করা হয়েছে।
আর নবাগত ব্যবস্থাপক বিষ্ণু চন্দ্র মন্ডল সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে পদোন্নতি পেয়ে ফরিদপুরের বোয়ালমারী শাখা থেকে বদলী হয়ে রাজবাড়ী শাখায় যোগদানের পর গতকাল ২৪/৬/২০১৮ তারিখে দায়িত্বগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!