॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরে যৌতুকের জন্য গৃহবধু সাহেদা আক্তার নদী (১৯)কে শ^াসরোধে হত্যার চেষ্টা করেছে স্বামী।
গত ২১শে জুন দুপুরে উজানচর ইউনিয়নের ফয়জুদ্দিন মাতুব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ২২শে জুন ভোরে অভিযুক্ত স্বামী আব্দুল সিকদার (২২)কে গ্রেফতার করেছে।
জানাগেছে, গৃহবধু সাহেদা আক্তার নদী একই উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার রিক্সাচালক শাহজাহান শেখের মেয়ে। ৮মাস আগে উজানচর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের নতুন পাড়ার আয়নাল সিকদারের ছেলে আব্দুল সিকদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই আব্দুল বাবার বাড়ী থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য সাহেদার উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু তার রিক্সা চালক পিতার পক্ষে এ টাকা দেয়া সম্ভব না হওয়ায় আব্দুল সাহেদার সাথে খারাপ আচরণ করতে থাকে। তাকে মারপিটের পাশাপাশি দীর্ঘদিন সাহেদাকে বাবার বাড়ী যেতে দেওয়া হয়নি। ঈদের দুই দিন আগে সাহেদার মা জামাইসহ মেয়েকে আনতে গেলে বাড়ী যাওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। তারপরও সে অনেক চেষ্টা করে সাহেদাকে সাথে করে নিয়ে আসে। ঈদের পরদিন আব্দুল শ্বশুর বাড়ী গিয়ে এক লাখ টাকা দাবী করে না পেয়ে ক্ষুদ্ধ হয়। গত ২১শে জুন সকালে সাহেদাকে নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাড়ীর রাস্তায় না গিয়ে পাশের ফয়জুদ্দিন মাতুব্বর পাড়ার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলে সাহেদা উল্টোপথ দিয়ে যাওয়ার কারণ জানতে চায়। এ সময় আব্দুল তার এক নিকট আত্মীয়ের বাড়ীতে যাচ্ছে বলে তাকে জানায়। ফের সাহেদাকে যৌতুক বাবদ টাকা নিয়ে আসার জন্য বলে ঝগড়া করতে থাকে। তাতে রাজী না হলে আব্দুল তাকে রাস্তার পাশের পাট ক্ষেতে নিয়ে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে।
সাহেদার বাবা শাজাহান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাহেদাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। রাতে সাহেদার জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানার পর থানায় অভিযোগ দেয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার ভোরে অভিযুক্ত আব্দুল সিকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।