শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রশংসনীয় উদ্যোগ॥নিহত পুলিশ সদস্যর পরিবারের জন্য আইজিপির ঈদ উপহার হস্তান্তর করলেন রাজবাড়ীর এসপি

  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ কর্তব্যরত অবস্থায় নিজেদের জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) কর্তৃক ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী(ঈদ শুভেচ্ছা বার্তা, খাদ্য ও উপহার) প্রদান করা হয়েছে।
গতকাল ৯ই জুন দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা তার সরকারী বাসভবনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের পরিবারের কাছে এ উপহার সামগ্রী হস্তান্তর করেন। উপহার প্রদান শেষে তিনি নিহত পুলিশ সদস্যের পরিবারের খোঁজ-খবর নেন।
পুলিশ সুপার সিদ্দিকা মিলি বলেন, বর্তমানে পুলিশের অনেক আধুনিকায়ন হয়েছে। পুলিশ প্রধান কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী বাহিনীর মৃত সদস্যদের পরিবারের খোঁজ রাখছেন। তারই ফলশ্রুতিতে ঈদ উপহার সামগ্রী প্রেরণ করেছেন।
নিহত পুলিশ সদস্যের স্ত্রী সেলিনা বেগম জানান, বর্তমানে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানকে নিয়ে কুষ্টিয়ায় বসবাস করছেন। কন্যা জান্নাতুল ফেরদৌস মেডিকেল এসিস্ট্যান্ট এবং পুত্র নবম শ্রেণীতে পড়াশোনা করছে। বাংলাদেশ পুলিশ যে তাদের কথা মনে রেখেছে এবং পুলিশ প্রধান যে উপহার সামগ্রী পাঠিয়েছেন সেটা অনেক গর্বের।
রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সন্তান কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালে ডিএমপিতে কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, জনগণের জানমালের নিরাপত্তা বিধানকালে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেন। ২০১৭ সালে ১৩০ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এ ১৩০জন পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বার্তা, খাদ্য ও উপহার সামগ্রী দিয়েছেন।
জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেছেন, ‘সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মহান ব্রত পালন করতে গিয়ে আপনার পরিবারের পরম প্রিয় ব্যক্তিটি আজ আমাদের মাঝে নেই। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর অনুপস্থিতি যেমন অত্যন্ত বেদনার তেমনি পরম গৌরবেরও। জাতীয় ও পারিবারিক জীবনের সকল উৎসব ও আনন্দঘন মুহুর্তে তিনি আমাদের হৃদয়ে জাগ্রত আছেন এবং থাকবেন। বাংলাদেশ পুলিশ সব সময় আপনার পরিবারের সকল প্রকার সুখ-দুঃখ ও আনন্দ বেদনায় আপনাদের পাশে আছে এবং থাকবে।’
প্রকাশ থাকে যে, পুলিশ হেডকোয়ার্টার্স হতে এবারই প্রথমবারের মত এ ধরনের উপহার দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!