॥স্টাফ রিপোর্টার॥ গত ৪ই মে ‘বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে টিপসই নিয়ে বৃদ্ধের জমি আত্মসাত’ শিরোনামে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রামের বৃদ্ধ গরজন খাঁন (৭৫)কে নিয়ে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর জমির টাকা পেয়েছেন ওই বৃদ্ধ ।
গত ৪ই মে রাতে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়ার হস্তক্ষেপে গরজন খাঁনকে জমির টাকা দেন তার ভাতিজা রিপন খাঁন।
আব্দুল মান্নান মিয়া বলেন, গত ৪ই মে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সংবাদ দেখে আমি তাৎক্ষনিক এ ঘটনার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করি এবং ওইদিনের মধ্যে গরজন খাঁনকে তার জমির টাকা দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিই। এরপর তারা সন্ধ্যার মধ্যে ৮৫হাজার টাকা যোগাড় করে আমাকে জানায়। পরে রাতে আমি নিজে সেখানে গিয়ে উপস্থিত থেকে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে গরজন খাঁনের হাতে ৮৫হাজার টাকা তুলে দিই। বাকী ১৫হাজার টাকা ঈদের এক সপ্তাহ পর দেওয়ার জন্য গরজন খাঁনের ভাতিজা রিপন সময় নেয়। গরজন খাঁনও বিষয়টি মেনে নেয়। বাকী ১৫ হাজার টাকাও আমি নিজে উপস্থিত থেকে গরজন খাঁনের হাতে তুলে দিবো।
বৃদ্ধ গরজন খাঁন ও তার স্ত্রী হাফিজা বেগম জানান, মান্নান মিয়া গিয়ে তাদের আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে তাদের হাতে ৮৫হাজার টাকা দিয়েছে। বাকী ১৫হাজার টাকা ঈদের পর দিবে। টাকা হাতে পাবার পর তারা অনেক খুশি হয়েছেন বলে জানান।
গরজন খাঁনের ভাতিজা রিপন খাঁন বলেন, চাচার কাছ থেকে আমরা জমি কিনে নিলেও তাকে আমরা অবহেলা করবো না। যেহেতু তার ছেলে বেঁচে নেই, তাই তার মৃত্যু পর্যন্ত তাকে আমরা দেখভাল করবো।