॥কাজী তানভীর মাহমুদ॥ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল ৫ই জুন বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি.এম আসাদুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রবেশন কর্মকর্তা মনির হোসেন, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক কামরুন নাহার প্রমুখ।
বক্তাগণ বলেন, গত ৩রা জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখলাকুর রহমান তার অফিস কক্ষে একটি এতিমখানার ভূয়া বিলে স্বাক্ষর করতে অস্বীকার করায় উক্ত এতিমখানার সভাপতি ও একজন শিক্ষকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। আহত আখলাকুর রহমান বর্তমানে মাথায় জখম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারা এ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।