রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দি থানায় আরেকটি শিশুকে আশ্রয় দিলেন ওসি

  • আপডেট সময় বুধবার, ৬ জুন, ২০১৮

॥তনু সিকদার সবুজ॥ একটি শিশুকে আশ্রয় দেয়ার পর কিছুদিন যেতে না যেতেই শাওন(১৩) নামের আরেকটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে বালিয়াকান্দি থানায় আশ্রয় দিলেন ওসি হাসিনা বেগম। গতকাল ৫ই জুন দুপুরে শিশুটিকে থানায় আশ্রয় দেন তিনি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আবু নাঈম মিয়া নামের একটি ছেলে শিশুটিকে আমাদের কাছে নিয়ে আসে। সে জানায়, শিশুটিকে নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার থেকে স্থানীয়রা উদ্ধার করে। পরে সে বালিয়াকান্দিতে আসার সময় স্থানীয়রা শিশুটিকে থানার জিম্বায় দেয়ার জন্য তার সাথে পাঠিয়ে দেয়। শিশুটি শুধু তার নাম শাওন, পিতার নাম গণি এবং বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী বলতে পারে। এছাড়া আর কিছু বলতে পারে না। শিশুটিকে নতুন পোশাক কিনে দিয়ে যতœ সহকারে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিভাবকের সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কিছুদিন পূর্বেও বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধী একটি ছেলেকে থানায় আশ্রয় দিয়ে প্রশংসিত হন। পরবর্তীতে অভিভাবকের সন্ধান না পাওয়া যাওয়ায় তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!