॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৩০শে মে বিকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান-মেম্বাররা প্রত্যন্ত এলাকায় থাকেন। এলাকার ভালো-মন্দ সব শ্রেণির লোকজন সম্পর্কে তারা অবহিত আছেন। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। মাদক সম্রাটরা যদি জায়গা দখল করে নেয় তখন নিজেদের অস্তিত্ব রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই ভোটের চিন্তা বাদ দিয়ে যুবসমাজ রক্ষায় পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে।
এমপি জিল্লুল হাকিম আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র ঢুকছে। অবৈধ অস্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। তারা যেন কোনো মতেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে।
পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা প্রদান করে তিনি বলেন, অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন। বহু ঘরবাড়ী, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বেড়ীবাঁধ রক্ষা করতে হবে। বেড়ীবাঁধ ভেঙে গেলে এলাকায় ব্যাপক ক্ষতি হবে। বেড়ীবাঁধের পাশে বালু রাখা যাবে না। হেভীলোডের ট্রাক বেড়ীবাঁধে চলাচল করতে পারবে না। প্রয়োজনে চেকপোস্টের ব্যবস্থা করতে হবে। সভায় শর্তসাপেক্ষে বালু ব্যবসার দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ ও মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী), রাজবাড়ী জেলা পরিষদের সদস্য রোটারীয়ান উত্তম কুমার কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মন্ডল, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আকবর আলী প্রামানিক, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার ও কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।