॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ গতকাল ২৬শে মে রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-পাংশা আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ ১টি এপাসি আরটিআর মোটর সাইকেল উদ্ধার করেছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সেকেন্দার, এএসআই আরিফ ও এএসআই আহসানসহ সঙ্গীয় পুলিশ পাংশা কলেজ মোড় এলাকায় পৌরসভার রঘুনাথপুর গ্রামের সেলিম বিশ্বাসের মোটর সাইকেল লক্ষ্য করে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম বিশ্বাস মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ মোটর সাইকেলের নিচে অভিনবভাবে রাখা ৭ বোতল ফেন্সিডিলসহ মোটর সাইকেলটি উদ্ধার করে। এ সময় কলেজ মোড়ে উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ ঘটনাস্থলে পৌঁছে অভিনবভাবে মোটরসাইকেলে ফেন্সিডিল বহন পর্যবেক্ষণ করেন।
পৌরসভার মেয়র, প্যানেল মেয়রসহ উপস্থিত স্থানীয় লোকজন বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোটর সাইকেল উদ্ধারে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহসহ থানা পুলিশকে অভিনন্দন জানায়।