॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, গতকাল ২৫শে মে বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৫১২ পিস ইয়াবাসহ সুজন সরদার(২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার শাজাহান সরদারের ছেলে। থানার এএসআই সাগর শেখ যৌনপল্লীর নিজাম বাড়ীওয়ালার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
এরআগে গত ২৪শে মে রাতে ৩১ পিস ইয়াবাসহ দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মানিকগঞ্জের ঘিওর থানার মৃত মজিবর রহমানের ছেলে আলী হায়দার (৪৫)কে এবং দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ দৌলতদিয়া বাহির চরের শাহাদত মেম্বার পাড়ার হাসেম মৃধার ছেলে হাসান মৃধা (২৪)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দৌলতদিয়া ঘাটের মাদকের বড় পাইকারী ব্যবসায়ী হিসেবে পরিচিত আফজাল সরদার(৫০) ও আবুল কালাম আজাদ(৪৫) নামের দুই সহোদর ভাইকে ৪০৫ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তারা দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মৃত মঙ্গল সরদারের ছেলে। তাদের দু’জনের বিরুদ্ধেই গোয়ালন্দ ঘাট থানায় ৬টি করে মাদকের মামলা রয়েছে।