বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে দুস্থদের মাঝে রোজার খাদ্য সামগ্রী-পোষাক ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মে, ২০১৮

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে পবিত্র রমজানে সেহেরী ও ইফতারের নিশ্চয়তা নেই এমন অসহায় দুস্থ রোজাদারদের মাঝে গত ১৬ই মে বিকেলে খাদ্য সামগ্রী, নতুন পোষাক এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে।
উপজেলার ৪৫টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবীদের বাছাই করা ৪৫জন নারী-পুরুষকে এ সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’।
গত বুধবার বিকেলে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক উপকারভোগীর হাতে ২৫ কেজি চাউল, ৪ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ১ কেজি খেজুর, ৩ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ ও ২ প্যাকেট করে সেমাই তুলে দেয়া হয়। এছাড়া মহিলাদের জন্য একটি করে শাড়ি, পুরুষদের জন্য একটি করে লুঙ্গি ও গেঞ্জি এবং প্রত্যেককে নগদ ৩শ টাকা করে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন।
শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের প্রভাষক আইয়ুব আলী, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের প্রভাষক আজগর আলী ও বাহারাইন প্রবাসী আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!