॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১২ই মে বিকেলে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল মাদরাসা শিক্ষকদের সমন্বয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথিবৃন্দ ও মাদরাসা প্রধানদের বক্তব্যে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের এলাকায় উন্নয়ন ও তার রাজনৈতিক দুরদর্শীতার প্রশংসাসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে সমর্থন করার প্রতিশ্রুতি প্রদানের ফলে মতবিনিময় সভা নির্বাচনী সভায় পরিণত হয়।
হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মাদরাসা প্রধানদের মধ্যে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফর রহমান, সুপার মোঃ মুরাদুল ইসলাম, সুপার আবু জাফর মোঃ ছাদেক, সুপার সাদেক আলী ও সুপার আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এমপি মোঃ জিল্লুল হাকিম নির্বাচনের পরে পর্যায়ক্রমে ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ের জন্য মাদরাসা শিক্ষকদের কাজ করার আহবান জানান। সেইসাথে মাদরাসা শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ যে কোনো কাজের জন্য সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জামিয়াতুল মোদার্রেসীন সংগঠনের ব্যানারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যক্ষ ইয়াসির আরাফাত।