রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট সময় রবিবার, ১৩ মে, ২০১৮

এশিয়ান ট্যুর গলফ ইভেন্ট “এবি ব্যাংক বাংলাদেশ ওপেন-০১৮” ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে গত ৯ই মে শুরু হয়ে গতকাল ১২ই মে শেষ হয়েছে।
তিন লক্ষ ইউএস ডলার প্রাইজ মানির এই টুর্ণামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে শিরোপা জয় করেছেন সুইডেনের পেশাদার গলফার Malcolm KOKOCINSKI। গতকাল ১২ই মে শেষ রাউন্ডে পারের চেয়ে ৬ স্ট্রোক কম খেলে তিনি শিরোপা জয় নিশ্চিত করেছেন। তাঁর চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৬৮ + ৬৬ + ৭১ + ৬৫ = ২৭০ যা সর্বেমোট পারের চেয়ে ১৪ ষ্ট্রোক কম।
ইংল্যান্ডের পেশাদার গলফার Jack HARRISON এবং নিউজিল্যান্ডের Ben CAMPBELL পারের চেয়ে ১১ স্ট্রোক কম খেলে যৌথভাবে ২য় স্থান অধিকার করেছেন।
বাংলাদেশের উদীয়মান পেশাদার গলফার জামাল হোসন মোল্লা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের John CATLIN পারের চেয়ে ৯ সেট্রাক কম খেলে যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন। উল্লেখ্য, জামাল হোসেন মোল্লা বাংলাদেশের সেরা পেশাদার (প্রফেশনাল) গলফার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সেরা এ্যমেচার গলফার নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ ।
ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের লবির সম্মুখস্থ লনে গতকাল ১২ই মে বিকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক,এসবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবিদুর রেজা খান, জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ ওবাইদুল হক, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, এশিয়ান ট্যুর এর সিওও Mr. Cho Minn Thant ও টুর্ণামেন্ট ডাইরেক্টর Mr. Jittisak Tamprasert, এবি ব্যাংক বাংলাদেশ ওপেন-২০১৮ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!