॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির গুরুচন্ডী গ্রামে প্রতিষ্ঠিত সানওয়ে মাদরাসা ও এতিমখানার ঘর গত ১০ই মে সকাল ৯টার দিকে কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এ সময় ঝড়ে ওই এলাকার কিছু গাছপালারও ক্ষতি হয়।
জানাযায়, সানওয়ে মাদরাসা ও এতিমখানার বিধ্বস্ত টিনশেড ঘরটি ২০১৬ সালে নির্মাণ করা হয়। গত বৃহস্পতিবার সকালে ঝড়ে বিধ্বস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রায় অর্ধশত শিশুর পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
সানওয়ে মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আলমগীর হোসেন জানান, গত ১০ই মে সকাল ৯টার দিকে কাল বৈশাখী ঝড়ে এ প্রতিষ্ঠানটির টিনশেড ঘর বিধ্বস্ত হয়। এতে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটি পুনঃ নির্মাণে সরকারী পৃষ্ঠপোষকতাসহ ধর্নাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।