॥কবির হোসেন॥ পদ্মা পাঠক ফোরাম ও লেখক কেন্দ্রের সহযোগিতায় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আয়োজনে গতকাল ৬ই জানুয়ারী রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবি সম্মিলন ও কবিতা উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন কবি অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড.ফকীর আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক মতিয়র রহমান, অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মেদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় স্ব-রচিত কবিতা পাঠের আসর। এ সময় উপস্থিত কবিগণ প্রত্যেকে ১টি করে স্ব-রচিত কবিতা পাঠ করেন।
মধ্যাহ্ন বিরতির পর উৎসবের দ্বিতীয় পর্বে লেখক খালেদ সালাউদ্দিন জগলুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুনসুর-উল করিম, কবি আওয়াল আনোয়ার, কবি জাহাঙ্গীর খান, কবি একরামুল হক, কবি ফজলে এলাহী, কবি নিলুফার ইয়াসমীন রুবি, কবি শেখ রমজান আলী এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সম্মিলন ও কবিতা উৎসবের সদস্য সচিব নেহাল আহমেদ
দ্বিতীয় পর্বের সূচনায় অতিথিগণ কবি মনোয়ার হোসেন মণি’র রচিত ৮ম গ্রন্থ ‘চতুষ্পদাবলি ও স্বপ্নের কাব্য’ এর মোড়ক উন্মোচন করেন। এরপর স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানের পর সর্বসম্মতিক্রমে অধ্যাপক আব্দুস সালাম মন্ডলকে আহবায়ক করে ১৩সদস্য বিশিষ্ট ‘জেলা কবি পর্ষদ, রাজবাড়ী’ গঠন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তাহমিনা মুন্নি এবং এডঃ লিয়াকত আলী বাবু। ফরিদপুর ও কুষ্টিয়াসহ রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ১০০ জন কবি উৎসবে অংশগ্রহণ করেন।