॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলা এলাকার পদ্মা নদীতে গতকাল ২৩শে এপ্রিল ভোর থেকে দুপুর পর্যন্ত জাটকা রক্ষা অভিযান পরিচালিত হয়।
জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুজ্জামান খান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ খানসহ জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানকালে আনুমানিক ৬০ হাজার মিটার জাল জব্দ করাসহ ২জন জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল গোদার বাজার ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাঈদুজ্জামান খান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত ২জন জেলেকে ৫হাজার টাকা জরিমানা করেন। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।