রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে গতকাল ১৬ই এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ, পিনু খান এবং জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সরকারীভাবে প্রাপ্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকা আগামী বৈঠকের পূর্বে চুড়ান্ত করা এবং কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বর্তমান তালিকা থেকে বাদ পড়লে পরবর্তীতে সম্পৃক্ত করার সুযোগ রাখার সুপারিশ করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ সংক্রান্ত সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জঙ্গিবাদ ও মৌলবাদ রুখতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় সাংস্কৃতিক কর্মকান্ড বিস্তৃত করার বিষয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিভিন্ন জাতীয় দিবসে শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, গোলটেবিল বৈঠক ইত্যাদির আয়োজন করা হয় বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন’ সংক্রান্ত সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি মে, ২০১৮ এর দ্বিতীয় সপ্তাহে দিনাজপুর কান্তজিউ মন্দির সংলগ্ন জাদুঘর উদ্বোধন করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রতœতত্ত্ব অধিদপ্তর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকগণসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!