মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এইচএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী কারাগারে॥থানায় মামলা

  • আপডেট সময় বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

॥শিহাবুর রহমান॥ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসুদপায় অবলম্বন করার অপরাধে ফরিদ(১৭) নামে এক পরীক্ষার্থীকে বহিস্কার করাসহ তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল ৩রা এপ্রিল রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের আহবায়ক ও একই কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ খাঁন বাদী হয়ে ফরিদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা(অপরাধ) ৮ধারায় মামলাটি দায়ের করেন।
একই দিন বিকেলে আদালতের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। আটক ফরিদ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামের রজব আলীর ছেলে।
জানাযায়, গত ২রা এপ্রিল বাংলা ১ম পত্র পরীক্ষার সময় ফরিদ একটি অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সাথে সংযুক্ত না করে বাড়ীতে নিয়ে বাংলা ২য় পত্রের জন্য তার মনমতো উত্তর লেখে এবং নিজ মোবাইলে বই হতে উত্তরের ছবি তোলে। এরপর গতকাল ৩রা এপ্রিল সকাল ৯টা ২৫মিনিটের দিকে সে ওই মোবাইল ও বাড়ী থেকে লিখে আনা উত্তরপত্র নিয়ে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করতে যায়। এ সময় তার দেহ তল্লাশী করলে সেগুলো ধরা পড়ে। এরপর তার কাছ থেকে উত্তরপত্র ও মোবাইল রেখে তাকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হয়। এছাড়াও যথা সময়ে তাকে লিখিত উত্তরপত্র দেয়াসহ হাজিরা খাতায় স্বাক্ষর গ্রহণ করা হয়। এরপর প্রশ্নপত্র পরীক্ষা কক্ষে ঠিকমত পৌছানোর পর উক্ত জব্দকৃত কাগজপত্র ও মোবাইল যাচাই বাছাই করে উল্লেখিত ঘটনা নিশ্চিত হয়ে তাকে বহিস্কার করা হয়।
এ ঘটনায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ওই কেন্দ্রের আহবায়ক মোহাম্মদ আব্দুল হামিদ খাঁন বিষয়টি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে সদর থানায় মামলাটি দায়ের করেন এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা(অপরাধ) ৮ধারায় তার বিরুদ্ধে রাজবাড়ী থানার মামলা নং-৬, তাং-৩/৪/০১৮ইং দায়ের করে। একই দিন বিকেলে পুলিশ উক্ত পরীক্ষার্থী ফরিদকে আদালতে পাঠালে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!