॥মোক্তার হোসেন॥ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পাংশা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ৫ই মার্চ সকালে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ ও মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, প্রযুক্তির উৎকর্ষতার দিকে দেশ আজ এগিয়ে যাচেছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম সাব-মেরিন ক্যাবল স্থাপন করেন। সাব-মেরিন ক্যাবল স্থাপনের ফলে দেশে প্রযুক্তির ব্যবহারের বিস্তৃতি ঘটছে। যার ফলে বর্তমান সরকারের সময়ে ২য় সাব-মেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা এর সুফল ভোগ করে কম্পিউটারে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে জ্ঞানলাভের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ক্লাসরুমে ছাত্র-ছাত্রীরা যাতে দেশের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা জানা ও দেখার সুযোগ পায় সে লক্ষ্যে কম্পিউটার শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার গুরুত্বারোপ করেন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এমপি জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তনা দাস, মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, পাংশা উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মোছাঃ মাহবুবা আক্তার, পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কৃত উদ্ভাবনী সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন।