রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর নির্বাচিত হয়েছে সদর উপজেলা ভূমি অফিস। গত ৩রা মার্চ সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা ভূমি অফিসের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী ও সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ও ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন -রফিকুল ইসলাম।