॥স্টাফ রিপোর্টার॥ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদে ১১৭তম পবিত্র ওরশ শরীফে যোগদানের জন্য ২হাজার ১৫৮জন যাত্রী নিয়ে ‘মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন’ আগামী কাল ১৫ই ফেব্রুয়ারী রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে যাবে।
মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩৩তম ও গাউস-উল-আযম বড় পীর সৈয়দেনা হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২০তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামছুল কাদের হযরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম “মওলাপাক”-এঁর ১১৭তম বার্ষিক ওরশ শরীফ ১৭ই ফেব্রুয়ারী দিবাগত রাতে জোড়া মসজিদ মির্জা মহল্লা মেদিনীপুরে উদযাপিত হবে।
পবিত্র ওরশ শরীফ পরিচালনা করবেন রাসুল(সাঃ) পাক এর ৩৬তম ও গাউস-উল-আযম বড় পীর আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এর ২৩তম অধস্তন পবিত্র বংশধর জিল্লে ইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও কেবলা কাদেরীয়া তরীকার সাজ্জাদানশীন বড় হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ রশিদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিলুহুল আলী।
পবিত্র ওরশ উপলক্ষে “বড় হুজুরপাক” কেবলা পরিচালিত আঞ্জুমান-ই-কাদেরীয়া, রাজবাড়ীর উদ্যোগে ২৩ খানা বগি সম্বলিত মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন ১২০৯ জন পুরুষ, ৮৭৭ জন নারী ও ৭২জন শিশুসহ মোট ২১৫৮ জন ওরশ যাত্রী নিয়ে আগামীকাল ১৫ই ফেব্র“য়ারী রাত ১০টায় আঞ্জুমান-ই-কাদেরীয়া, রাজবাড়ীর সভাপতি(ট্রেন লিডার) কাজী ইরাদত আলীর নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশন হতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পবিত্র ওরশ শরীফ শেষে ১৯শে ফেব্র“য়ারী ওরশ স্পেশাল ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এ জন্য আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী উভয় সরকারের কাছে কৃতজ্ঞ। একই দিনে উক্ত ওরশ খানকায়ে কাদেরীয়া বড় মসজিদ রাজবাড়ীতেও অনুষ্ঠিত হবে।