বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামে পল্লী বিদ্যুতায়ন উদ্বোধন করলেন এমপি জিল্লুল হাকিম

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামে গতকাল সোমবার বিকেলে উৎসবমুখর পরিবেশে নিভা, মাদুলিয়া, বয়রাট ও উত্তর কেসমত মাঝাইল ৪টি গ্রামের ২.৭৮৩ কিলোমিটার পল্লী বিদ্যুতের নতুন লাইনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুুল হাকিম বিদ্যুতের সুইচ টিপে বাতি জ্বালিয়ে নতুন নির্মিত ২.৭৮৩ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, দেশের প্রতিটি বাড়ীতে বিদ্যুতের সংযোগ প্রদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২শত মেগাওয়াট থেকে বর্তমানে ১৬হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। বিদ্যুৎ সেক্টরের এই সাফল্য অকল্পনীয়।
তিনি বলেন, আজকে বিদ্যুতের নতুন লাইনের উদ্বোধনের ফলে অত্র এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাবে। ল্যাপটপ ও কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উন্নত শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য জানতে পারবে।
এমপি জিল্লুুল হাকিম বলেন, বিগত বিএনপি সরকার বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ করে নাই বরং বিদ্যুৎ সেক্টরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে খুন, ধর্ষন, চুরি, ছিনতাই, চাঁদাবাজীর কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঢাকা বিভাগের একটি আসনেও জয়লাভ করতে পারে নাই। যার কারণে তারা ঢাকায় বাসে পেট্রোল মেরে সাধারণ মানুষ হত্যা শুরু করে। আর সে কারণে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া আগুনে বিবি হিসেবে পরিচিত হয়েছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। কৃষকরা সুলভ মূল্যে সার পাচ্ছে। ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। দরিদ্র মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতা প্রভৃতি কর্মসূচি চালু করা হয়েছে। রাস্তাঘাট পাকাকরণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান করা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বৃহত্তর ফরিদপুরসহ দেশের সার্বিক উন্নয়ন হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশে খুন, ধর্ষন, রাহাজানী বৃদ্ধি পায়।
তিনি দলীয় নেতাকর্মীদের বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের সামনে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার-বারবার দরকার। আগামী জাতীয় সংসদ নিবাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
পাট্টা ইউপির চেয়ারম্যান ও পাট্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রব মোনা বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল। অনুষ্ঠান উপস্থাপনা করেন আব্দুর রহমান লাল মাস্টার।
অনুষ্ঠানে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগণ এবং নিভা, মাদুলিয়া, বয়রাট ও উত্তর কেসমত মাঝাইল ৪টি গ্রামের বিদ্যুতের সুবিধাভোগী নারী-পুরুষ লোকজন উপস্থিত ছিলেন।
জানাযায়, ৪১ লাখ ৭৪ হাজার ৫শত টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের নতুন ২.৭৮৩ কিলোমিটার লাইনের সুবিধাভোগী পরিবারের সংখ্যা ১৭৮টি। পাট্টা ইউপিতে গতকাল সোমবার পল্লী বিদ্যুতের উদ্বোধনের মধ্য দিয়ে পাংশা উপজেলায় মোট নির্মিত লাইনের পরিমান হলো ৭৬০.৭৮৭ কিলোমিটার। মোট গ্রাহক সংখ্যা ৩৫হাজার ৬৯১জন। মোট বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ১৬৭টি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!