শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা বিভাগের বর্নাঢ্য আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সারা দেশের ন্যায় বছরের প্রথম দিনে রাজবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে গতকাল ১লা জানুয়ারী সকাল সাড়ে ৯টায় ‘বই উৎসব-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠান টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার ও টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুন কক্সসহ জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বিশ্ব ইতিহাসের একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার কোটি শিক্ষার্থীর মাঝে বছরের প্রথম দিনে সরকারী উদ্যোগে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া। পৃথিবীর অন্য কোন দেশে এই রকম নজির নেই। আমার যখন ছোট বেলায় লেখাপড়া করেছি তখন আমরা বছরের প্রথম দিন এই রকম নতুন বই পেতাম না। আমাদের পুরনো বই দিয়ে লেখাপড়া করতে হতো। বর্তমান প্রধানমন্ত্রী দেশকে নিয়ে চিন্তা করেন। তিনি খুব ভালো করে জানেন একটি দেশকে উন্নত করতে হলে তার জনগোষ্ঠীকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যার কারণে তিনি সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিনামূল্যে বই বিতরণসহ নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি টাউন মক্তবের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতায় আসার আগে শিক্ষার্থীরা আজকের মতো বছরের প্রথম দিনে নতুন বই পেত না। কয়েক মাস পর যে বই দেওয়া হতো তাও আবার সবাই পেত না। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষাকে সবচেয়ে বেশী প্রাধান্য দিয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হতে বই তুলে দিচ্ছেন। এতো শিক্ষর্থীর মধ্যে এক সঙ্গে বই বিতরণ সারা বিশ্বের আর কোন দেশে নেই। শুধু তাই নয়, তিনি আমাদের জন্য বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিশুদের পড়াশোনা ও মানসিক বিকাশে সহযোগিতা করে যাচ্ছেন। এ ছাড়াও সর্বক্ষেত্রে মানবিকতা প্রাধান্য দিয়ে কাজ করার কারণে প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বে মাদার অব হিউমেনিটি উপাধিতে ভূষিত হয়েছেন। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীকে নিজেদের শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজবাড়ী জেলার মধ্যে সবচেয়ে ভাল রেজাল্ট করেছে। যার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্কুলটিকে প্রথম পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়াও যারা ২য় ও ৩য় হয়েছে তাদেরকেও পুরস্কার প্রদান করা হবে। আজকের শিক্ষার্থীরা অনেক বেশী ভাগ্যবান, কারণ তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। আমরা যখন লেখাপড়া করেছি তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু। তিনিও শিশুদের মাঝে শিক্ষা আলো ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন। এ ছাড়াও তিনি টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার রেজাল্ট ভালো হওয়াসহ ১৭১জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ইরাদত আলীসহ অন্যান্য সদস্যগণ, প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!